করোনাভাইরাসের মহামারির কারণে দীর্ঘদিন ধরেই খেলা বন্ধ। মাঠে ব্যাট-বল হাতে না ফিরতে পারলেও ক্রিকেটাররা নিজেদের ফিটনেস ঠিক রাখার জন্য কাজ করে যাচ্ছেন। এর মধ্যে নিষেধাজ্ঞার মধ্যে থাকা সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে চ্যালেঞ্জ জানিয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সাকিব তার চ্যালেঞ্জ গ্রহণও করেছেন।
ফেসবুকে সাইফউদ্দিন নিজেই জানিয়েছেন চ্যালেঞ্জের কথা। সাইফউদ্দিন লেখেন, ‘আজকে সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করবে এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে। সুজন স্যার থাকবে আম্পায়ার হিসেবে। মজার বিষয় হলো, সাকিব ভাইও চ্যালেঞ্জটা গ্রহণ করেছে।’
সাইফউদ্দিন সাকিবকে হোয়াটসঅ্যাপে লেখেন, ‘ভাই আগেই বলে রাখলাম, সব কিছু ঠিক হলে আপনার সাথে চ্যালেঞ্জ খেলব; নেটে ২ ওভারে ২২ রান বুকিং দিয়ে রাখলাম। সম্মতি জানিয়ে সাকিব বলেন, আমি বোলিং করব নাকি ব্যাটিং? সাইফউদ্দিন ব্যাটিংয়ের কথা জানালে সাকিব বলেন, আমারতো তাহলে প্রস্ততি নিতে হবে এখন।’
সাকিবের প্রত্যাবর্তন উদযাপন করার কথা জানিয়ে দোয়া চেয়ে সাইফউদ্দিন বলেন, ‘যদিও সাকিব ভাই এর সমর্থক অনেক বেশি, তারপর আমার জন্য দোয়া চাচ্ছি। করোনা পরবর্তী মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবো ইনশাআল্লাহ।’
গেল বছরের অক্টোবরে জুয়াড়ির সঙ্গে আলাপচারিতার বিষয় গোপন করায় সবধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। সবকিছু ঠিক-ঠাক থাকলে এই বছরের অক্টোবরে তার নিষেধাজ্ঞা শেষ হবে। নিষেধাজ্ঞার ওঠার পরেই দেখা যাবে চ্যালেঞ্জে কে জয়ী হন সাকিব নাকি সাইফউদ্দিন।
Leave a Reply