করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রাম জজ কোর্টের এক সিনিয়র আইনজীবীর মৃত্যু হয়েছে।
শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
মারা যাওয়া মোহাম্মদ আবুল কালাম আজাদ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বলেন, ‘হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আবুল কালাম আজাদ নামে এক রোগীর মৃত্যু হয়েছে।’
আবুল কালামের শ্যালক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সম্পাদক মো: খোরশেদুল আলম বলেন, ‘দুলাভাই আগে থেকে নিউরো রোগে আক্রান্ত ছিলেন। গত ২৩ জুন তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৫ জুন যখন ওনাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তখন তিনি জ্বরে আক্রান্ত হন এবং তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে শুক্রবার রাত পৌনে ১২টায় তিনি মারা যান।’
খোরশেদুল আলম আরো জানান, ১০ দিন আগে আবুল কালামের করোনা পরীক্ষার নমুনা নেয়া হলেও তার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। ‘ফলে উনি করোনা আক্রান্ত ছিলেন কি না জানি না। তবে করোনার লক্ষণ ছিল।’
দুই ছেলে ও এক মেয়ের জনক আবুল কালামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামে। শনিবার দুপুরে নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
সূত্র : ইউএনবি
Leave a Reply