করোনাভাইরাস মহামারিতে যুক্তরাজ্যে গেলে যে ৫৯টি দেশের নাগরিকদের কোয়ারেন্টিন মানতে হবে না, তার পূর্ণাঙ্গ একটি তালিকা প্রকাশ করেছে ব্রিটেন সরকার। আগামী ১০ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে গতকাল শুক্রবার খবর প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, গোটা বিশ্ব থেকে আগতদেরকে কোয়ারেন্টিনে না রেখে, বরং যে দেশগুলোতে করোনাভাইরাস নিয়ন্ত্রণে নেই সেই দেশগুলো থেকে আগতদের কোয়ারেন্টিন করব।
যুক্তরাজ্যে যে ৫৯ দেশের নাগরিকদের কোয়ারেন্টিন মানতে হবে না দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা, আরুবা, অস্ট্রিয়া, বাহামা, বার্বাডোস, বেলজিয়াম, বোনাইর, সিন্ট এস্টাশিয়াস অ্যান্ড সাবা, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, ডোমিনিকা, ফারাও দ্বীপপুঞ্জ, ফিজি, ফিনল্যান্ড, ফ্রান্স, ফ্রেন্স পলিনেশিয়া, জার্মানি, গ্রিস, গ্রিনল্যান্ড, গ্রানাডা, গুয়াদেলোপ, হংকং, হাঙ্গেরী, আইসল্যান্ড, ইতালি, জ্যামাইকা, জাপান, লিচেনস্টেইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, ম্যাকাও, মাল্টা, মৌরিশাস, মোনাকো, নেদারল্যান্ডস, নিউ ক্যালেডোনিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, রিইউনিয়ন, স্যান ম্যারিনো, সার্বিয়া, সিচেলেস, দক্ষিণ কোরিয়া, স্পেন, সেন্ট বার্থেলেমি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট পিয়েরে অ্যান্ড মিকুয়েলন, সুইজারল্যান্ড, তাইওয়ান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ভিয়েতনাম, ভ্যাটিকান সিটি ও তুরস্ক।
তালিকার ৫৯টি দেশ এবং ১৪টি ব্রিটিশ অঞ্চল থেকে ভ্রমণকারী ব্যক্তিদের ইংল্যান্ডে আসলে কোয়ারেন্টিন করা হবে না- যদি না তারা এমন কোনো জায়গায় ভ্রমণ না করে থাকেন যা এই তালিকার বাইরে।
Leave a Reply