নিজস্ব প্রতিবেদক ॥ রাষ্ট্রীয় পাটকল বন্ধের ঘোষনা জনগন মানে না,সরকারের দূর্নীতি- ভুলনীতিতে লোকসানের দায় জনগন নেবে না ও রাষ্ট্রীয় পাটকলের কফিনে শেষ পেরেক ঠুকলো যারা তাদের ক্ষমা নাই বলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল আহবায়ক কমিটি বরিশাল নগরীতে এক বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছে। শনিবার (৪ইজুলাই) সকাল সাড়ে ১১টায় নগরের প্রাণকেন্দ্র সদররোডে একমসূচি পালিত হয়। বাসদ বরিশাল আহবায়ক কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় সদস্য সচিব ডাঃ মনীষা চত্রবর্তী বলেন বিগত জোট সরকারের শিল্পমন্ত্রী রাজাকার নিজামী পাঠকল বন্ধের যে সিদ্ধান্ত গ্রহন করেছিলেন তখন বর্তমান সরকার পাট শ্রমীকদের জন্য মায়া কান্না করেছিল।
সেই তারা ক্ষমতায় এসে নতুন করে পাটকল বন্ধ করে দিয়ে রাজাকার নিজামীর ভূমিকা পালন করে মুক্তিযুদ্ধের চেতনার বাহিরে গিয়ে দাড়িয়েছে। তিনি আরো বলেন সরকার আজ লোকসানের অজুহাত দেখিয়ে পাট কল বে-সরকারীখাতে ছেড়ে দিচ্ছে তাহলে আপনরা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে না পারলে ক্ষমতা ত্যাগ করে রাষ্ট্র ও সংসদকে বে-সরকারীখাতে ছেড়ে দিচ্ছেনা কেন? এসময় মনীষা চত্রবর্তী আরো বলেন যেখানে পাটকল নতুন করে সচল করতে ১২ শ’ কোটি টাকার প্রয়োজন সেখানে আপনারা ৫ হাজার কোটি টাকা খরচ করে এধরনের দায়ীত্বহীনতা কাজ একমাত্র আওয়ামীলীগের পক্ষেই সম্ভব। এসময় আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমীক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,নাগরীক সমাজের নজরুল ইসলাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর সভাপতি সুজন সিকদার প্রমুখ। এর পূর্বে সকাল ১১ টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাসদ দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল হল চত্বরে এসে শেষ করে। পরে রাষ্ট্রীয় পাটকল বন্ধ করার সিদ্ধান্ত থকে সরকারকে সরে আসার আহবান জানিয়ে এক প্রতিবাদ সভা করে তারা।
Leave a Reply