নিজস্ব প্রতিবেদক ॥ করোনার সময়ে সম্মুখভাগের যোদ্ধা হিসেবে সম্মাননা অর্জন করা বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা নিজেই করোনা আক্রান্ত হয়েছেন। গত ৩০ জুন তাঁর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এর আগে গত ২৮ জুন তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল শেবামেক এর পিসিআর ল্যাবে। এসআই নাজমুল হুদা শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের গার্ড পুলিশের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সেখানে থেকেই রোগী রোগীদের তথ্য সংগ্রহ, তাদের ভর্তি এবং মৃত্যুর পরে মৃতদেহ হস্তান্তরসহ করোনা সম্পর্কিত অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় চিকিৎসা গ্রহণ করছেন। তবে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো বলে এসআই নাজমুল নিজেই নিশ্চিত করেছেন। জানাগেছে, ‘দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত চার মাস ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষাসহ করোনা আক্রান্ত রোগীদের সেবা করে যাচ্ছিলেন তিনি। হাসপাতালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সাধারণ মানুষ যাতে নির্বিঘেœ সেবা গ্রহণ এবং চিকিৎসক-নার্সরা যথাযথভাবে চিকিৎসা দিতে পারেন সে বিষয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করেন তিনি।
এ ক্ষেত্রে এতটুকুও পিছপা হননি করোনা কালে সম্মুখভাগের যোদ্ধা এসআই নাজমুল হুদা। শুধু তাই নয়, বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশের প্রায় তিন শত পুলিশ সদস্য’র করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তিনি। করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিদের তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া, নিজ কাঁধে লাশ বহন করা এমনকি দাফন কাফনে সহযোগিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন পুলিশের এই কর্মকর্তা। এদিকে করোনাকালে সম্মুখ যোদ্ধা হিসেবে প্রশংসার দাবিদার এই পুলিশ কর্মকর্তা পেয়েছেন সম্মাননাও। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) করোনাকালে কাজে খুশি হয়ে তাকে গত ৩ মে পুরস্কার প্রদান করেছেন। এর আগেও আইন-শৃঙ্খলা রক্ষায় সততার সাথে কাজ করায় একাধিকবার সম্মাননা স্মারক পেয়েছেন নাজমুল। এ প্রসঙ্গে শেবাচিমের গার্ড পুলিশের ইন-চার্জ এসআই নাজমুল হুদা জানান, ‘আমার চার বছরের শিশু কন্যা গত তিন দিন ধরে আমার কাছে আসতে পারছে না। আমি ওর বাবা ডাক শুনতে পারছি না। তবে আমি এখনো মানসিকভাবে শক্ত রয়েছি। আল্লাহ’র ইচ্ছায় দ্রুত সুস্থ হয়ে পুনরায় কর্মস্থলে যোগদানের পাশাপাশি করোনা যুদ্ধে নিজেকে সামিল করার আশাব্যক্ত করেন এসআই নাজমুল। এজন্য সকলের দোয়াও চেয়েছেন তিনি।
Leave a Reply