করোভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের ভুকিলি নোডা (৭৯) নামের এক বৃদ্ধ। মর্গে লাশ অদল-বদল হওয়ায় ভুল ব্যক্তিকে স্বামীর লাশ হিসেবে দাফন করলেন তার স্ত্রী নোমসা নোডা।
দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম নিউজ টুয়েন্টিফোরের খবরে বলা হয়, করোভাইরাসে মারা যাওয়া ইস্টার্ন কেপের নোমসা নোডার লাশ দাফনের জন্য নিয়ে আসেন তার স্ত্রী অবসরপ্রাপ্ত নার্স নোমসা নোডা (৬৭)।
তিনি জানান, গত রোববার তার স্বামীকে কবর দেওয়া হয়। কিন্তু তিনদিন পর গোরখোদকরা জানান, এখানে একটি ভুল হয়েছে। ভুল করে এখানে ভুকিলি নোডার পরিবর্তে অন্য কাউকে দাফন করা হয়েছে।
এরপর গত বৃহস্পতিবার ফের দাফনকাজ সম্পন্ন করা হয়। লাশের সঙ্গে নামের যে ট্যাগ থাকে সেটি অদল-বদল হয়ে যাওয়াতে এই ঘটনা ঘটেছে।
নোমসা নোডা বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে সেখানে যেতে দেওয়া হয় না। মর্গে লাশ দেখতেও দেওয়া হয় না। ঠিক সেই কারণেই এই ঘটনাটি ঘটে গেছে। আমি এখন বিমর্ষ।’
Leave a Reply