আমার খুব সৌভাগ্য। আমি উনাকে আমার পেশাদার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত পেয়েছি। এন্ড্রু কিশোরের গান গাওয়ার স্টাইল, দাঁড়ানোর স্টাইল, কণ্ঠ… উনার কণ্ঠকে আমি বলি গলিত সোনা। সত্যি সত্যি উনি যখন গান গাইতেন মনে হতো সোনা গলে গলে পড়ছে। এতো অপূর্ব কণ্ঠ, এতো শক্তিমান কণ্ঠ। সূর্যের মতো শ্বাশত কণ্ঠ।
আমি গর্ববোধ করতে পারি, আমি উনার সঙ্গে অনেক গান গেয়েছি এবং শিল্পী এন্ড্রু কিশোরকে খুব কাছ থেকে দেখেছি। বড় ভাই ও ছোট বোনের মতো আমাদের সম্পর্ক। উনি খুব সহজের সবার সঙ্গে সহজ হয়ে যেতেন। আমি প্রথম দিকে উনাকে ভয় পেতাম। তারপর একটা সময় উনি নিজেই সেই ভয়টা ভাঙালেন। আমি উনার কাছে যে স্নেহ পেয়েছি, তা বলে বোঝানো যাবে না। আমি সারা জীবন উনার কাছে ঋণী হয়ে থাকব। অনেক অনেক কিছু শিখেছি।
আমি উনার গানের ভক্ত। উনি যখন মঞ্চে গান গাইতেন, আমি তখন নিচে বসে বাচ্চাদের মতো হা করে গান শুনতাম। এন্ড্রু কিশোর এমন একজন শিল্পী, যিনি স্টেজে দাঁড়ালেই পুরো প্রেক্ষাপট বদলে যায়। আমি কখনোই বলবো না, এন্ড্রু কিশোর ছিলেন। আমি এখনো বলবো, আমাদের একজন এন্ড্রু কিশোর আছেন।
Leave a Reply