নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে র্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল, গাজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এসময় এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করা হয়। র্যাব-৮ সদর দপ্তর কার্যালয়ে বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই তথ্য প্রদান করেন র্যাবের উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম। আটক মদক ব্যবসায়ীরা হলো; মো. সিরাজুল ইসলাম ফকির (৪৮), সে বরিশালের উজিরপুর উপজেলার চাঙ্গুরিয়া গ্রামের খাদেম আলী ফকিরের ছেলে। অপরজন মো. লিটন হাওলাদার (৪২), সে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হলতা চরাদি এলাকার মোতালেব হাওলাদারের ছেলে। এদের কাছ থেকে ৮শ ৮৩ পিস ফেন্সিডিল ও নগদ ৯ হাজার ৭শ টাকা উদ্ধার করা হয়েছে। অপর অভিযানে আটক মাদক ব্যবসায়ী ফাতেমা আক্তার (৩৫), সে বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম ডহরপাড়া এলাকার বাসিন্দা মো. হুমায়ুন কবিরের স্ত্রী। তার কাছ থেকে ৯১ কেজি গাঁজা ও ৭ হাজার ৬শ ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে বলিশাল নগরীর রুপাতলীর গোলচত্বর হয়ে ফেন্সিডিল আসছে। এরপর উক্ত স্থানে চেকপোষ্ট বসিয়ে বুধবার সাড়ে ৪টায় একটি পিকাপভ্যানে তল্লাসী চালায় র্যাব। এসমঢ ৭শ ৮ত পিস ফেন্সিলিঢ জব্দ করে এবং আটক করা হয় সিরাজুল ও লিটন নামে দুই মাদক ব্যবসায়ীকে। অপরদিকে বুধবার সকাল সাড়ে ৯টায় র্যাব-৮ এর একটি বিশেষ দল পৃথক আরো একটি অভিযান চালায় জেলার উজিরপুর উপজেলায়। তাদের কাছে সংবাদ ছিল, গুটিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া গ্রামের বাসিন্দা মো. হুমায়ুন কবিরের বশত বাড়িতে মাদক রক্ষিত আছে। সেঅনুযায়ী র্যাবের অভিযানে ফাতেমা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করলে, তার স্বীকারোক্তি অনুযায়ী বসত ঘর থেকে ৯১ কেজি গাজা এবং ৭ হাজার ৬শ ৮০ পিস ইয়াব্য ট্যাবলেট উদ্ধার হয়। পৃথক অভিযানে আটক ৩ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করো হয়েছে।
Leave a Reply