রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ ॥ আজ দেশের এই দূর্যোগের ক্লান্তি লগ্নে ঘরে বসে নাই দুধল ইউনিয়ন পরিষদের চৌকস চেয়ারম্যান জনাব গোলাম মোর্শেদ উজ্জল নিজ হাতে খাদ্য সামগ্রী প্যাকেট করে বিতরণ করছেন। দুধল ইউনিয়নে অটোরিকশা, ভ্যান চালক,মটর চালক, চায়ের দোকানের অসহায় মানুষের দুঃখ কষ্ট হাসি আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তিনি সময় প্রস্তুত।
এমনই এক দূর্যোগকালীন সময়, দুখী মেহনতী মানুষের শ্রমিকের কান্ডারী অসহায় মানুষের ক্লান্তি লগ্নে পাশে থাকার বন্ধু গোলাম মোর্শেদ উজ্জল। তিনি সব সময় অটোরিকশা, মোটর সাইকেল চালক,ভ্যান চালক সহ সকল শ্রমিকদের সুবিধা অসুবিধা বিপদ-আপদে ঝাঁপিয়ে পড়েছেন, পাশে থেকেছেন। সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সব সময়। হাসি ফুটিয়েছেন শ্রমজীবী মানুষের মুখে। সারাদেশের ন্যায় বাকেরগঞ্জে ও চলছে করোনা ভাইরাস আতঙ্ক। এই করোনাভাইরাস আতঙ্কে তিনি প্রতিনিয়ত বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে করোনাভাইরাস মোকাবেলায় সাধারণ শ্রমিকদের মাঝে সচেতনতা ও সহযোগিতার হাত বাড়িয়েছেন। বাকেরগঞ্জের করোনাভাইরাস মোকাবেলায় লকডাউন এর কারণে গরিব রিকশাওয়ালা, অটো শ্রমিক কাজে বের হতে পারছেন না অনেকেই না খেয়ে আছেন অনেক শ্রমিক।এই কথা ভেবে তিনি ঘরে বসে থাকতে পারেননি।
এরই ধারাবাহিকতায় আজ সকাল দশ টায় দুধল পরিষদে ৫০০ পাঁচ শত শ্রমিকদের মাঝে সরকারি ও নিজের অর্থায়নে ২০কেজী চাল,০১ কেজী তৈল, ০২ কেজী পেয়াজ, ০১কেজী ডাল,০২ কেজী আলু এবং ০১ কেজী লবন শ্রমিকরা হাতে পেয়ে অনেকখুশি হন।এ সময় গোলাম মোর্শেদ উজ্জল বলেন,আমি মাননীয় প্রধানমন্ত্রী মমতা মা জননেত্রী শেখ হাসিনা দেয়া সরকারি ত্রাণ সামগ্রী সকলের হাতে পৌঁছাতে পারি তার জন্য সবসময় চেষ্টা করি এবং আমার সামর্থ্য অনুযায়ী নিজের অর্থায়নে সকল অসহায় শ্রমিকদের পাশে থেকে সেবা করে যেতে চাই। আমার ইউনিয়নের সকল নাগরিক এরাই আমার প্রিয়জন এবং এরাই আমার পরিবার। তাদের এই বিপদে আমি তাদের পাশে আছি এবং সব সময় থাকবো।
Leave a Reply