দখিনের খবর ডেস্ক ॥ চীনে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৪১ জনের মৃত্যু হয়েছে। ২৭টি প্রদেশের প্রায় তিন কোটি ৭০ লাখ মানুষ বন্যাকবলিত হয়েছে এবং ২৮ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, গত ৫০ বছরের মধ্যে ইয়াংজি নদী অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। ইয়াংসির তীরবর্তী অঞ্চলগুলোর মধ্যে পূর্বাঞ্চলীয় জিয়াংসু ও জিয়াংশি প্রদেশ সবচেয়ে বেশি বন্যাকবলিত হয়েছে। চীনে বন্যা নিয়ন্ত্রণের জন্য ৪ স্তরের জরুরি সতর্কতা ব্যবস্থা আছে। এর মধ্যে প্রথম স্তর সবচেয়ে মারাত্মক বন্যা পরিস্থিতি বোঝায়। চীনের জরুরি ব্যবস্থাপনা উপমন্ত্রী ঝেং জিজুয়াং জানিয়েছেন, বন্যাজনিত কারণে মারা যাওয়া বা নিখোঁজ হওয়া মানুষের সংখ্যা ১৪১ জনে দাঁড়িয়েছে। জুলাইয়ের প্রথমদিক থেকে ৪৩৩টি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে, এর মধ্যে ৩৩টি নদীর পানি সবচেয়ে বেশি উচ্চতা অতিক্রম করেছে। ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়ে শনিবার হুনান, হুবেই, চংকিং এবং সিচুয়ান প্রদেশে নতুন করে ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে।
Leave a Reply