বগুড়া -১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনের উপনির্বাচনে মঙ্গলবার সকাল ৯টা থেকে ব্যালট পেপারে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে করোনা ও বন্যার কারণে ভোটার উপস্থিতি খুবই কম।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সোনাতলায় জাল ভোট দিতে গিয়ে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দু’জন নৌকায় ভোট দিতে গিয়েছিল বলে জানিয়েছে। বিএনপি এই নির্বাচন থেকে আগেই সরে দাড়িয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে তিন লাখ ৩০ হাজার ৮৯২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলায় ১ লাখ ৭৭ হাজার ৩২৬ জন এবং সোনাতলায় ১ লাখ ৫৩ হাজার ৫৫৬ জন। উপজেলার ৭০টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
উপনির্বাচনে আওয়ামী লীগের সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙ্গল), খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম সহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ব্যালটে ধানের শীষ থাকলেও বিএনপি করোনা ও বন্যার কারণে নির্বাচন স্থগিতের দাবি জানিয়ে প্রতিদ্বন্দিতা থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছে।
Leave a Reply