দেশের বহুল ব্যবহৃত রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও’র সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ফাহিমের লাশ পায় নিউইয়র্ক পুলিশ। সেখানকার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘ফাহিমের শরীরের হাত-পা, মাথা সবকিছু খণ্ড-বিখণ্ড ছিল। আমরা এগুলো পেয়েছি।’
পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার আত্মীয় আতাউর বাবুল। তিনি বলেন, ‘ফাহিমের বোন তার খোঁজ না পেয়ে ৯১১ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।’
গত বছর ২.২ মিলিয়ন ডলার দিয়ে ম্যানহাটনের ডাউনটাউনে একটি অ্যাপার্টমেন্ট কেনেন ফাহিম। তার বাবার নাম সালেহ উদ্দিন। গ্রামের বাড়ি চট্টগ্রামে।
যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেম পড়াশোনা করতেন ফাহিম। নাইজেরিয়া আর কলম্বিয়াযতের তার দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানি রয়েছে।
Leave a Reply