না ফেরার দেশে চলে গেছেন গানের মহারাজ এন্ড্রু কিশোর। আজ বুধবার দুপুরে রাজশাহীতে তার নিজের দেখানো স্থানেই তাকে সমাধিস্থ করা হবে। এর আগে সকালে তার মরদেহ নেওয়া হয় স্থানীয় চার্চে। শেষ বিদায়ের আগে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন শিল্পীর পরিবারের সদস্যরা ও শুভাকাঙ্খী-ভক্তরা।
সকাল ৯টায় রাজশাহী স্থানীয় একটি চার্চে কিংবদন্তী শিল্পী এন্ড্রু কিশোরের মরদেহ নিয়ে রাখা হয়। সেখানকার আয়োজন শেষ হলে মরদেহ নিয়ে যাওয়া হবে রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিস্টানদের কবরস্থানে। সেখানে মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় তাকে সমাহিত করা হবে।
ইতোমধ্যে দেশে ফিরেছেন তার ছেলে এন্ড্রু সপ্তক ও মেয়ে এন্ড্রু সঙ্গা। দেশে ফিরে বাবার শেষ বিদায়ের সকল প্রস্তুতি নিয়েছেন তারা।
গত ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মারা যান দেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। গত বছরের সেপ্টেম্বর থেকে ক্যানসারে (নন-হজকিন লিম্ফোমা) আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোর। ৯ মাস পর গত ১ জুন রাত আড়াইটার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছিলেন তিনি।
Leave a Reply