ভোলা প্রতিবেদক ॥ ভোলার ইলিশা হাটে দেখা মিলছে না গরু কিনতে আসা বেপারীদের। এতে দুশ্চিন্তায় পড়েছেন হাটের ইজারাদার ও স্থানীয় ক্রেতা-বিক্রেতারা। তবে আগামী হাট থেকে বেচাবিক্রি কিছুটা বাড়তে পারে বলে আশা করছেন হাট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সরেজমিনে দেখা যায়, প্রতি বছর কোরবানির ঈদের আগেই ভোলার ইলিশা গরুর হাটে বরিশাল লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে শত শত বেপারী গরু কিনতে আসেন। কিন্তু এ বছর করোনা মহামারির কারণে তাদের দেখা মিলছে না। ফলে ইলিশা গরুর হাট অনেকটাই ক্রেতা শূন্য পড়ে আছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় খামারি ও মৌসুমী গরু ব্যাবসায়ীরা। দুথচারজন বেপারী হাটে গরু কিনতে এলে কাঙ্খিত দাম বলছে না তারা। একদিকে গো-খাদ্যের দাম বৃদ্ধি অন্যদিকে গরুর চাহিদা কম থাকায় লোকসান আতঙ্কে দিন পার করছেন গরু ব্যবসায়ীরা। তারা জানান, প্রতি বছর ঈদের এ সময় বেপারিরা শত শত গরু কিনলেও এ বছর তারা হাটে আসেনি। হাটের ইজারাদার মো. বশির আহমেদ জানান, অন্যবারের তুলনায় এবার এখন পর্যন্ত অর্ধেক ক্রেতা-বিক্রেতা ও বেপারির আনাগোনাও নেই। তবে আগামী রবিবারের হাট থেকে বেচা বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply