দখিনের খবর ডেস্ক ॥ বরিশালে একদিনে দুই নারী পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার আগৈলঝাড়ায় একটি পুকুর থেকে এক নারীর মরদেহ এবং সদর উপজেলার শায়েস্তাবাদে নৌকা থেকে মাঝ নদীতে পড়ে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা হয়। নারীর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে পুলিশ। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, শুক্রবার (১৭ জুলাই) ভোরে ওই উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের বীরেণ হালদারের বাড়ির পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ। নারীর মরদেহে প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের গলায় রূপার চেইন, নাকে স্বর্নের নাক ফুল, গলায় অলংকার আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। স্থানীয়রা মরদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি। তার পরিচয় জানতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম।
অপরদিকে সদর উপজেলার শায়েস্তাবাদে গতকার সকালে খেয়া নৌকা থেকে পড়ে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মনির হাওলাদার (৩২)। সে বরিশাল সদর উপজেলার চরকেউটিয়া গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে এবং একজহন মৃগী রোগী ছিলো বলে পারিবারিক সূত্র জানিয়েছে। বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় ঘোষ জানান, শুক্রবার সকালে শায়েস্তাবাদের নিজ বাড়িতে যাওয়ার জন্য খেয়ায় ওঠে মনির। খেয়াটি মাঝ নদীতে যাওয়ার পর সে মৃগী রোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে যায়। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছার আগেই সকাল পৌনে ৯টায় একই স্থান থেকে মনিরের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক সঞ্জয়।
Leave a Reply