নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে ৪৯০১ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। একইসাথে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু ও সুস্থ হয়েছেন ২৩৮১ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, গেল ২৪ ঘন্টায় বিভাগের ছয় জেলায় একজনও করোনা রোগী মৃত্যুবরণ করেননি। ফলে সর্বমোট মারা যাওয়া ৯৫ জন ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলায় ৩৬ জন, পটুয়াখালী জেলায় ২৫ জন, ঝালকাঠি জেলায় ১২ জন। পিরোজপুর জেলায় ৮ জন, বরগুনা জেলায় ৯ জন ও ভোলা জেলায় এখন পর্যন্ত ৫জন মৃত্যুবরণ করেছেন। রবিবার (১৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় বিভাগের সবগুলো জেলায় নতুন করে ১৩০ জনের করোনা পজেটিভ এসেছে এবং সুস্থ হয়েছেন ১৪৭ জন।
ওদিকে সর্বোচ্চ শনাক্ত হয়েছে বরিশাল জেলায়। এ জেলায় এখন পর্যন্ত ২১০৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। তার পর অধিক শনাক্ত হয়েছে পটুয়াখালী জেলায়। এই জেলায় আক্রান্ত ৮৫৮ জন। সুস্থ হয়েছেন ৩৭৮ জন। ভোলা জেলায় আক্রান্ত ৪৪৪ জন। সুস্থ হয়েছেন ৩০৮ জন। পিরোজপুর জেলায় আক্রান্ত ৫৫১ জন। সুস্থ হয়েছেন ২৩৫ জন। বরগুনা জেলায় আক্রান্ত ৪৯১ জন। সুস্থ হয়েছেন ২৫৯ জন। ঝালকাঠি জেলায় আক্রান্ত ৩৭৮ জন। সুস্থ হয়েছেন ১৯৬ জন।
Leave a Reply