উজিরপুর প্রতিবেদক ॥ প্রাাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত বরিশালের উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে বরিশাল পুলিশ লাইনস হাসপাতাল থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে এসআই মাহাবুবকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনস হাসপাতলে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ওইদিন দুপুর সাড়ে ১২টায় করোনা আক্রান্ত এসআই মাহাবুব নিজেই তার ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি লিখেছন, ‘পরপর তিনবারই পজেটিভ, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওনা। আমার জন্য দোয়া করবেন যেনো সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি’। জানা গেছে, উপসর্গ দেখা দিলে গত ২২ জুন এসআই মাহবুব করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এবং পরীক্ষায় ২৪ জুন তার করোন পজেটিভ আসে। সেই থেকে তিনি বরিশালস্থ নিজ ভাড়া বাসায় চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন পর শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে গত শনিবার (১৮ জুলাই) করোনার ফলোআপ পরীক্ষায় তৃতীয়বারের মতো তার রিপোর্ট পজেটিভ আসে এবং শারীরিক অবস্থা কিছুটা অবনতি দেখা দেয়। পরে রবিবার উন্নত চিকিৎসার জন্য এসআই মাহাবুবকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনস হাসপাতলে পাঠানো হয়। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করে করোনা আক্রান্ত উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply