করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে ২০২০-২১ অর্থবছরের জন্য বেতন বাড়ানো হবে যুক্তরাজ্যের প্রায় ৯ লাখ কর্মীর, যারা পাবলিক সার্ভিসে কাজ করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই ৯ লাখ কর্মীর মধ্যে রয়েছে শিক্ষক, চিকিৎসক ও পুলিশ। থেকে যাওয়া বাজেটের অর্থ দিয়ে এই বাড়তি বেতন দেওয়া হবে।
চ্যান্সেলর বলছেন, করোনাভাইরাসের এই সময়টায় তারা যে কাজ করেছেন, সেটার কোনো তুলনা হয় না।
শিক্ষক ও চিকিৎসকদের বেতন বাড়বে বেশি। এরপর পুলিশ কর্মীদের, যারা সামাজিক দূরত্ব থেকে শুরু করে লকডাউন কার্যকরে সহায়ক ভূমিকা রেখেছেন।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রায় ৩০০ কর্মী মারা গেছেন।
Leave a Reply