মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের বেতমোর বাজারের হাসান খন্দকারের ঔষধের দোকানে স্থানীয় বেতমোর ইউনিয়ন পোষ্ট মাষ্টার জাকির হোসেনের নেতৃত্বে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী ঈদুল আজহার দিন বিকালে হামলা করে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ৮০ হাজার টাকা, আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকার ঔষধ ও ফার্ণিচার ভাংচুর করে ক্ষতি সাধন করে। ব্যবসায়ী হাসান খন্দকার বলেন, আমাকে ঔষধ ব্যবসায়ী জাকির ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে আসছিল। আমার ব্যবসায় উত্তরোত্তর উন্নতি দেখে তিনি প্রতিনিয়ত ঈর্ষান্বিত ছিলেন। যে প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটাতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে সে তার দলবল নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালায় এবং আমাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
যে ঘটনায় থানায় ৩ আগষ্ট সোমবার হাসান খন্দকার বাদী হয়ে জাকির হোসেন হাওলাদারকে প্রধান আসামী করে অজ্ঞাতনামাসহ ৭/৮ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, জাকির হোসেন হাওলাদার বেতমোর ইউনিয়ন পোষ্ট অফিসের সরকারী পোষ্ট মাষ্টার হয়েও নিয়ম বহির্ভুতভাবে বেতমোর বাজারে দীর্ঘ ১ যুগেরও বেশী সময় ধরে ওষধ ব্যবসার একটি অসাধু সিন্ডিকেট করে আসছেন। তার এ কাজে কেউ বাধ সাধলে তার বিরুদ্ধে তিনি হামলা-মামলাসহ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যান। এলাকাবাসী এ জাকির হোসেন সহ তার সহযোগীদের আইনশৃঙ্খলা বাহিনীকে অতি দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন।
Leave a Reply