বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলা বোরহানউদ্দিনে সামাজিক সংগঠন বাতিঘরের উদ্যোগে বড়মানিকা রবন আলী বয়াতি বাড়ীর দরজার জামে মসজিদের টাইলস এর কাজের শুভ উদ্বোধন করা হয়। ৫ আগস্ট, বুধবার বেলা ১১টায় এ কাজের উদ্বোধন করা হয়। বড়মানিকা রবন আলী বয়াতি বাড়ী’র জামে মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিজল হক এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা রাখেন বাতিঘর সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব রকিবুল ইসলাম। প্রধান অতিথি’র বক্তৃতায় রাসেল আহমেদ মিয়া বলেন, এটি একটি সময় উপযোগি প্রশংসিত সংগঠন। যাদের কাজ হলো মসজিদ, মাদ্রাসা ও অসহায়দের পাশে দাঁড়ানো। এ সংগঠনের কার্যক্রম আমার খুবই পছন্দ আজ হতে আমি নিজেও একজন বাতিঘরের সদস্য হলাম। বিশেষ অতিথি’র বক্তৃতায় রকিবুল ইসলাম বলেন, বাতিঘর একটি অরাজনৈতিক সংগঠন। ফেইসবুক ম্যাসেঞ্জারে বাতিঘরের একটি গ্রুপ খোলা আছে এতে ১০০ জন সদস্য রয়েছে। তাদের সকলের সার্বিক সহযোগিতায় ইতিমধ্যে ৩টি মসজিদের উন্নয়ন কাজ শেষ করে আজ ৪র্থ মসজিদের টাইলস এর কাজ শুরু করলাম। আমরা পরকালীন মুক্তি’র উসিলার জন্য এ কাজ করছি। এ সংগঠন মসজিদ, মাদ্রাসার উন্নয়ন কাজের পাশাপাশি দুস্ত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন।
এসময় আরোও বক্তৃতা রাখেন বাতিঘরের সদস্য মো. মাইনুল হোসেন, মো. বাবলু প্রমূখ। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বাতিঘর সংগঠনের সদস্য আলহাজ্ব মো. সুমন হাওলাদার, বাতিঘরের সদস্য ও বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমূখ সহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতিব হাফেজ মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কামরুল বিশ্বাস। অনুষ্ঠান শেষে অত্র মসজিদের ম্যানেজিং কমিটির সদস্যদের হাতে টাইলস তুলে দেন বাতিঘরের সদস্য বৃন্দ।
Leave a Reply