ফারহান-উর-রহমান সময়, তজুমদ্দীন : ভোলা জেলাধীন তজুমদ্দীন উপজেলার ৪ নং চাচঁড়া ইউনিয়ন এ কোভিড ১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রনে চাচঁড়া ইউনিয়ন এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং বাজারের আশেপাশে মানবতার সেবা সংঘের” নিজস্ব উদ্যেগে একদল উদ্যমী স্বেচ্ছাসেবক বিভিন্ন যানবাহনে জীবানুনাশক স্প্রে করে এবং পথচারীদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করা হয় এবং বার বার সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিস্কার করার জন্য উদ্বুদ্ধ করা হয়। সার্বিক সহযোগিতা করেন এখলাছ উদ্দিন, আব্দুস সামাদ,মাবরুল আহম্মেদ জিহান, সোহেল রাজ,রিয়াদ হোসেন । তারিখ ০৬-০৮-২০২০ ইং এসময় তারা বলেন লকডাউন, কভিড-১৯, কোয়ারান্টাইন, আইসোলেশন এই ওয়ার্ড গুলার সাথে পাশ্চাত্য দেশের লোকজন পরিচিত হলেও গ্রামের লোকজন এই ওয়ার্ড গুলার সাথে পরিচিত নয়। আমরা শিক্ষিত যুবকরা যদি গরিব দুঃখীদের পাশে গিয়ে না বুঝাই তারা কোথায় গিয়ে ঠাঁইপাবে। করোনা মোকাবেলায় তাদের সচেতন করি । পরে সবাইকে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাহিরে যেতে মানা করি, এবং মাকর্স পড়ার কথা বলি,এবং সমাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
Leave a Reply