ভোলা প্রতিবেদক ॥ ভোলায় ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটকের পর জসিম (৫২) নামে একজনকে ছিনিয়ে নিয়ে গেছেন তার সহযোগিরা। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা কার্যালয়ের পরিদর্শক এসএম এলতাস উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিনগত রাতে জেলা শহরের ওয়েস্টার্নপাড়ার সাগর বেকারি সংলগ্ন এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। সে সময় জমিস নামে একজনকে নয় পিস ও কৃষ্ণ (৫৮) নামে একজনকে তিন পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আটক দু’জনকে গাড়িতে উঠালে তাদের সহযোগিরা অতর্কিত হামলা চালিয়ে জসিমকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তবে কৃষ্ণ আটক রয়েছে, তাকে নিতে পারেনি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়ারলেস অপারেটর ইন্দ্রজিৎ ও সিপাহী জিয়াউদ্দিন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। আসামি ছিনতাই ও মাদক উদ্ধারের ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে আসামি জসিমকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ভোলা কার্যালয়ের পরিদর্শক এসএম এলতাস উদ্দিন।
Leave a Reply