চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসনে সাবেক স্বামীকে জব্দ করতে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে সাবেক স্বামীর বাড়িতে হামলা,ভাংচুর ও লুটের অভিযোগ উঠেছে তালাকপ্রাপ্ত স্ত্রী নাছিমা ও তার স্বজনদের বিরুদ্ধে। পাশাপাশি স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে নারী নির্যাতনের কথিত অভিযোগে আদালতে মামলাও করেছেন তিনি। সাবেক স্ত্রীর হামলা ও মামলায় অতিষ্ঠ হয়ে পরেছেন সালাউদ্দিন ও তার পরিবার।
স্বামী সালাউদ্দিন গতকাল বুধবার বিকেলে চরফ্যাসন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত ১১ মার্চ স্ত্রী নাছিমা বেগম স্বামী সালাউদ্দিনের বিরুদ্ধে ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলা নং২৯৪/২০২০। মামলা দায়েরের পরদিন ১২ মার্চ সালাউদ্দিন তার স্ত্রী নাছিমাকে তালাক প্রদান করেন ১০ বছরের দাম্পত্য সম্পর্কের ইতিটানেন। সাবেক স্ত্রীর দায়ের করা ওই মামলায় সালাউদ্দিন এখন আদালত থেকে জামিনে আছেন।
এদিকে গত ২০ সেপ্টেম্বর নাছিমা এবং তার বাবা ওবায়েদুল হক একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে সাবেক স্বামী সালাউদ্দিনের বাড়িতে হামলা ও লুট করে। হামলাকারীরা সালাউদ্দিনের ভাইয়ের স্ত্রী ইয়ানুরকে মারধর করেন এবং ভাইজী মুক্তা(১১)’র হাত ভেঙ্গে দেন। সাবেক স্ত্রীর হামলা ও মামলায় সালাউদ্দিনের পরিবার অতিষ্ট হয়ে পরেছেন। সাবেক স্বামীর অভিযোগ প্রসঙ্গে কোন মন্তব্য করতে অস্বীকার করে নাছিমা বেগম বলেছেন,তিনি আদালতে মামলা করেছেন। যা হবার আদালতেই হবে।
Leave a Reply