ভোলা প্রতিবেদক ॥ জাল সনদে ২৯ বছর চাকরি করার পর সাময়িক বরখাস্ত হয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার চরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হোসেন সেন্টু। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এস এম ফারুকের আদেশে তাকে দোষী সাব্যস্ত করে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরী।
শিক্ষা অফিস সূত্র জানায়- সেন্টু উপজেলার উত্তর চাচড়া মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৯৯১ সালে আলিম পরীক্ষায় পাস করেছেন মর্মে সার্টিফিকেট জমা দিয়ে ওই বছরের ৩ ফেব্রুয়ারি দক্ষিণ চরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ লাভ করেন। অথচ ওই মাদ্রাসায় ১৯৯১ সালে ওই নামে কোনো ছাত্র আলিম পরীক্ষায় অংশ নেননি। বরিশাল বিভাগের উপ-পরিচালকের কার্যালয় সূত্র জানায়, জাল সনদে চাকরির করার অভিযোগে প্রধান শিক্ষক গোলাম হোসেনের বিরুদ্ধে তদন্ত হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আলিম পাসের জাল সনদ নিয়ে চাকরি নিয়েছেন তিনি। অবৈধভাবে সরকারি সুবিধা ভোগ করেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরী বরিশালটাইমসকে বলেন, ‘জাল সনদের অভিযোগে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
Leave a Reply