চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসনে ঘেরের মাছ ছেড়ে দেয়ার প্রতিবাদ করায় একই পরিবারের দুই নারীসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় জিন্নাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডে এঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে সন্ধ্যায় চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন,মিজান (৩২), মোসলেউদ্দিন(৪০), মনোয়ারা(৫০),রিপা বেগম(২৪)।এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সুত্রে জানাগেছে। চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন আহত মিজান অভিযোগ করেন, তার বসত বাড়ির সংলগ্ন এলাকায় তিনি জমিতে মাছের ঘের নির্মান করে মাছ চাষ করে আসছিলেন। বৈরি আবহাওয়া ও অতিবৃষ্টির কারনে তার মাছের ঘের ডুবে যায়। তিনি নেট জাল দিয়ে ঘেরে মাছ রক্ষার জন্য বেড়া দেন। প্রতিবেশি মফিজ, হেলাল ও বেল্লাল তার মাছের ঘেরের দেয়া জাল তুলে ফেলেন। এতে তার প্রায় ১লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এনিয়ে তার সাথে তাদের কথার তর্কবিতর্ক হয়। এর জের ধরে তারা ক্ষিপÍ হয়ে মফিজের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধচক্র তার ওপর হামলা করে কুপিয়ে জখম করেন।এসময় তার স্ত্রী রিপা বেগম ,মা মনোয়ারা বেগম ভাই মোসলেউদ্দিন তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করে । স্থানীয়রা গুরুতর আহত দুই নারীসহ চারজনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন। প্রতিপক্ষ মফিজগংদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য জানাযায়নি। চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান. এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে ।
Leave a Reply