চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসনে বাল্যবিবাহের দায়ে নাজমা আকতার নামের এক বরের মায়ের এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে বিয়েতে সার্বিক সহায়তাকারী বরের আত্মীয় আব্দুল্লাহ আল নোমান নামের এক যুবকের ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মো. রুহুল আমিন এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত নারী নাজমা আকতার কুলসুমবাগ ৬নং ওয়ার্ডের মো. হারুনের স্ত্রী ও আব্দুল্লাহ আল নোমান ওসমানগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইব্রাহিম খলিলের ছেলে। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, কুলসুমবাগ গ্রামের চকিদার বাড়িতে বাল্যবিবাহ হচ্ছে এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালনো হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলে বারের মাসহ দুজনকে ্আটক করে দন্ডাদেশ প্রদান করা হয়েছে।
Leave a Reply