চরফ্যাসন( ভোলা) প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বঙ্গুবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চরফ্যাসনে স্বাস্থ্য সহকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোশিয়েশন চরফ্যাসন উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সকালে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে মিছিল বের হয় সদরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফ্যাসন স্কয়ারে সমবেত হয়। সমাবেশে বক্তরা বলেন, কুষ্টিয়ায় বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানের বিরোধিতা করার নামে বাংলার স্থপতি বঙ্গবন্ধুর প্রতি কটাক্ষ ও অবমাননা প্রদর্শন করা হচ্ছে। যা রাস্ট্রদ্রোহের শামিল। বিক্ষোভ সমাবেশে, চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক, আর এমও ডাক্তার মাহাবুব কবির, বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোশিয়েশনের ভোলা জেলা সভাপতি শাহানাজ বেগম, বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোশিয়েশনের চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি শাহ মনিরুজ্জামান, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, স্বাস্থ্য সহকারীদের দাবী আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলামসহ ৬৮টি টিকাদান কেন্দ্রের স্বাস্থ্য সহকারী ও সংগঠনের সকল নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply