দৌলতখান প্রতিনিধি ॥ ভোলার দৌলতখানে আলোচিত চোরাই তেল ব্যবসায় হানা দিয়েছে থানা পুলিশ। এ সময় ছয়টি ব্যারেলে থাকা ১২শ লিটার চোরাই তেল জব্দ করা হয়। রোববার বিকালে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ রাধাভল্লব মাছঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে এ তেল জব্দ করেন। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। জব্দকৃত তেল স্থানীয় মনিরের বলে জানান স্থনীয়রা। দীর্ঘদিন ধরে উপজেলার কয়েকটি সংঘবদ্ধ চক্র মেঘনা নদী দিয়ে যাওয়ার সময় তেলবাহী জাহাজ থেকে তেল নামিয়ে চোরাই পথে এ তেল বিক্রি করে আসছে বলে জানা যায়। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান রাধাভল্লব মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ছয়টি বড় ব্যারেলে ভর্তি ১২শ লিটার তেল জব্দ করা হয়। অভিযানে কাউকে গ্রেফতার করা যায়নি। জব্দ করা তেল থানায় নিয়ে আসা হয়েছে।
Leave a Reply