চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের কাশেমগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় চাঁদার দাবীতে ¯ু‹ল শিক্ষকের ভাড়ায় দেয়া স্ব-মিল বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিব উল্লাহ দুলালের বিরুদ্ধে। শনিবার রাতে বাশেঁর খুঁটি কাঠের বেড়ার প্রাচীর দিয়ে স্ব-মিলের যাতায়াতের পথ বন্ধ করে দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে। স্কুল শিক্ষক মিজানুর রহমান অভিযোগ করেন, জিন্নাগড় মৌজায় এসএ ২৪৪ নং খতিয়ানে ইউপি সদস্য দুলালের সাথে ওই খতিয়ানের অন্য দাগের ২০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধীয় জমি নিয়ে স্থানীয় ভাবে শালিশ চলমান রয়েছে। শালিশ চলাকালীন সময়ে ওই ইউপি সদস্য হাবিব উল্লাহ দুলাল জমি বিরোধ নিম্পত্তির অজুহাতে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলেন। তার দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে কাশেমগঞ্জ বাজার সংলগ্ন তার জমিতে নির্মিত প্রতিবেশী মোস্তফার কাছে ভাড়ায় দেয়া স্ব-মিলটি বন্ধ করে দেন। এবং মিলে যাওয়া- আসার পথে বাঁশের খটুটি ও কাঠের ভেড়ার প্রাচীর দিয়ে পথ বন্ধ করে দেন। রোববার সকালে স্ব-মিলের শ্রমিকরা এসে ফিরে যান। মিল মালিক এসে তাকে বিষয়টি জানালে তিনি চরফ্যাসন থানার ওসিকে মৌখিক ভাবে ঘটনাটি অবগত করেন। তার বিরুদ্ধে মামালা দায়ের করবেন বলে তিনি জানান। স্কুল শিক্ষক আরো জানান, ইউপি সদস্য হাবিব উল্লাহ দুলাল নির্বাচিত হওয়ার পর থেকেই প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে এলাকায় অন্যের জমি জবর দখল ও নানান অপরাধে জড়িত আছেন।প্রাভাবশালীদের ছত্রছায়ায় থাকায় তার অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা। অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য হাবিব উল্লাহ দুলাল জানান, আমি যা করেছি তা আমার নিয়ম মতোই করেছি। এর বেশি আমার আর কিছুই বলার নাই। চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান,শনিবার রাতে স্ব-মিল বন্ধ করে পথে ভেড়া দিয়ে প্রাচীরের বিষয়টি স্কুল শিক্ষক আমাকে জানিয়েছেন। তবে ইতি পুর্বে ও ওই স্কুল শিক্ষক তার জমি জবর দখলের একটি লিখিত অভিযোগ দিয়েছে। ইউপি সদস্যকে থানায় ডাকা হলে তিনি আসেনি।
Leave a Reply