চরফ্যাসনপ্রতিনিধি॥ উৎসবমুখর পরিবেশে চরফ্যাসন পৌরসভার প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার চরফ্যাসন পৌরসভায় মেয়র পদে ৫ প্রার্থীসহ সংরক্ষিত কাউন্সিলর পদে ৯জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মেয়র পদে (নৌকা প্রতীক) নিয়ে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ এবং বিএনপি মনোনিত ধানের (শীষ প্রতীক) নিয়ে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সিকদার, স্বতন্ত্র থেকে মোঃ শরিফ হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (হাতপাখা প্রতীক) নিয়ে থেকে আবু ইউসুব ও জাতীয় পার্টি (লাঙল প্রতীক) নিয়ে তারিকুল ইসলাম চৌধুরী মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জনসহ বিভিন্ন পদে মোট ৫৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উল্লেখ্য,১৯ জানুয়ারী ৫ম ধাপে চরফ্যাসন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২১ জানুয়ারী ফরম বিতরন শুরু হয়। ফরম বিতরনের দাখিলের শেষ তারিখ ছিল ২ ফেব্রুয়ারী। আগামী ৪ ফেব্রুয়ারি যাছাই বাছাই শেষে ১১ তারিখ প্রতীক বরাদ্দের দেয়া হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি চরফ্যাসন পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
Leave a Reply