রাকিবুল হাসান, বাবুগঞ্জ প্রতিনিধি ॥ ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্য বিষয়ে উদ্ধদ্দ হয়ে রং তুলির মাধ্যমে নারীর নেতৃত্ব,সমতা ও ক্ষমতায়নের লক্ষ্যে বাবুগঞ্জে ব্রাকের উদ্যাগে চিত্রাঙ্কন অনুষ্ঠিতন হয়। এ সময় এগিয়ে যাবার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন সমাজের পিছিয়ে পড়া নারীদের পল্লী সমাজের নারী নেত্রীগন। বুধবার সকাল ১০.০০ টায় ব্র্যাক বাবুগঞ্জ এলাকা অফিসে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নেতৃত্ব বিষয়ক ছবি আঁকা কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন পল্লীসমাজের সদস্যগণ। ওই চিত্রাঙ্কন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামিমা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মহিলা বিষয়ক অধিদপ্তর,বাবুগঞ্জ, বরিশাল, মোঃ সাজ্জাদুজ্জামান চৌধুরী, আঞ্চলিক ব্যবস্থাপক, (সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি), মোঃ নাসির উদ্দিন, সিনিয়র জেলা ব্যবস্থাপক (সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি), বরিশাল এবং পল্লী সমাজের সদস্যবৃন্দ। চিত্রাঙ্কন সম্পর্কে মহিলা বিষয়ক কর্মকর্তা মহোদয় শুরুতে সকল নারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, নারীরা প্রতিনিয়ত নেতৃত্বের স্থানে আসীন হচ্ছেন,ক্ষমতা কাঠামোতে অংশগ্রহণ করছেন এতে সকল নারীর নেতৃত্বকে বিকাশ করছে এবং নেতৃত্বের পথকে প্রশন্ত করছে। আজকের এই চিত্রাঙ্কন নারীদের আরও উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস। পল্লী সমাজের সদস্য রহিমা বেগম বলেন, ছবি আঁকার মাধ্যমে নারীর নেতৃত্বের জায়গাগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারনা পেলাম। ছবি আঁকার মাধ্যমে নেতৃত্বের বিষয়টি অন্যদেরকেও বোঝাতে পেরে আমাদের অনেক ভাল লেগেছে। উল্লেখ্য, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি নারীর নেতৃত্ব,নারী পুরুষের সমতা,তাদের অধিকার এবং সর্বোপরি নারীর ক্ষমতায়নের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে।
Leave a Reply