ভোলা প্রতিনিধি ॥ তৃতীয় পর্যায়ে শনিবার ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ ২টি পৌরসভায় মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন সহ মোট ৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাধিকার প্রয়োগ করার জন্য শীত উপেক্ষা করে ভোর থেকে নারী- পুরুষরা কেন্দ্রে আসতে থাকে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য চারস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এদিকে কেন্দ্রগুলোগে শান্তিপূর্ণ পরিবেশ থাকলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান কবির তার এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেন। নিজের ভোট দেয়ার পর বোরহানউদ্দিন পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম জানান, উৎসব মুখর পরিবেশে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। ফলাফল যাই হোক মেনে নিয়ে এলাকার উন্নয়নে তিনি এক সাথে কাজ করবেন। কেন্দ্র পরিদর্শন শেষে সকাল ১১ টায় বিএনপির প্রার্থী মনিরুজ্জামান কবির নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ বললেও দুপুরের পর তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করে প্রতিবাদ জানান। তবে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ সঠিক নয় বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অপরদিকে দৌলতখান পৌরসভার আওয়ামী লীগ মেয়র প্রার্থী জাকির হোসেন তালুকদার নির্বাচন সুষ্ঠু দাবি করে বিজয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। সরেজমিনে দেখা যায়, দিনভর নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা টহল দিয়েছে। কেন্দ্রের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলারক্ষা বাহিনীর সদস্যরাও ছিল কঠোর অবস্থানে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আলা উদ্দিন আল মামুন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ৪ স্তরের নিরাপত্তার মধ্যদিয়ে ভোটগ্রহণ চলছে। ২টি পৌরসভার ১৮ টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালণ করছেন। কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্যের মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছয় সেকশন র্যাব ও চার প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এদিকে বোরহানউদ্দিন পৌরসভার ৪নং ওর্য়ার্ডের কাউন্সিল প্রার্থী শিমুল বাকলাইর ৪ সমর্থককে প্রতিদ্বন্দ্বি প্রার্থী সোহাগের লোকজন পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ করা হয়েছে। বোরহানউদ্দিন পৌরসভায় মেয়র পদে লড়ছেন ৩ জন। তারা হলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র মো. রফিকুল ইসলাম, বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান কবির ও স্বতন্ত্র প্রার্থী আবদুস সালাম। এ ছাড়া এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিল পদে লড়ছেন ৩৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন ৭ জন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ইতোমধ্যে পৌর ৭ নম্বর ওয়ার্ড থেকে তাজউদ্দিন খান, ৯ নম্বর ওয়ার্ড থেকে মো. ইউসুফ ও ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে খালেদা বেগম বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন। পৌরসভার ১০ হাজার ৭২০ জন ভোটারে মধ্যে ভোটারের সংখ্যা ৪ হাজার ৫০ ও পুরুষ ৪ হাজার ৩৬০ জন। অন্যদিকে দৌলতখান পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদার ও বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন কাকন। এখানে ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬০৬ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৭০৮ জন এবং নারী ভোটার ৫ হাজার ৮৯৮ জন।
Leave a Reply