ক্রীড়া ডেস্ক ॥ পারফরম্যান্সের ভিত্তিতে মে মাসের সেরা তথা ‘প্লেয়ার অব দ্য মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকা মঙ্গলবার ৮ জুন, প্রকাশ করেছে করেছে আইসিসি। যেখানে শীর্ষে থাকা তিন জনের মধ্যে প্রথম বাংলাদেশী হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডবল মুশফিকুর রহিম। শীর্ষে থাকা অপর দুই ক্রিকেটার হলেন, পাকিস্তানের তরুণ মিডিয়াম পেসার হাসান আলী ও শ্রীলংকান বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমে। মূলত সবশেষ মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ৭৯ গড়ে ২৩৭ রান করে তালিকায় জায়গা করে নিয়েছেন মুশফিক। এই সিরিজে তিনি যথাক্রমে খেলেছেন ৮৪, ১২৫ ও ৩৮ রানের ইনিংস। দলের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে তাঁর ইনিংসগুলো ছিল অনবদ্য। মুশফিকের ব্যাটে ভর করেই লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। এদিকে পাকিস্তানের হাসান আলী জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে। দুই ম্যাচে এই ডানহাতি পেস তারকা শিকার করেছেন ১৪ উইকেট। অপরদিকে টেস্ট ক্রিকেটে অভিষেকেই নজর কেড়েছেন জয়াবিক্রমা। ১ ম্যাচে ১১ উইকেট শিকার করে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জেতাতে সাহায্য করেছেন লঙ্কানদেরকে। এদের মধ্য থেকে ভোটের মাধ্যমে শীর্ষ, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান নির্ধারণ হবে।
Leave a Reply