দখিনের খবর ডেস্ক ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলায় ইউপি সদস্য মো. গোলাম ফারুক মোল্লাসহ (৪৮) চারজনকে পৃথক মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পুটিয়াখালী ইউপি সদস্যের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার গোলাম ফারুক মোল্লা উপজেলার পুটিয়াখালী এলাকার মৃত আলী মোল্লার ছেলে ও গালুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং উপজেলা কৃষক দলের সভাপতি। সজীব (২২) উপজেলার সাতুরিয়া ইউনিয়নের গড়াইয়া এলাকার মো. ফরিদ হাওলাদারের ছেলে, উপজেলা সদরের টিঅ্যান্ডটি সড়কের নেপাল বালার ছেলে দিগন্ত বালা (১৮) এবং শুক্তাগড় ইউনিয়নের সাংগর গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মো. বায়েজীদ (১৮)। পুলিশ জানায়, গত ১৪ জুলাই ওই এলাকার ফাহিমা রাজাপুর থানায় মারামারির অভিযোগে ইউপি সদস্যসহ ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা (মামলা নম্বর ১২) দায়ের করেন। ওই মামলায় তিনি এজাহারভুক্ত ২ নম্বর আসামি। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সজীব হাওলাদারকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে র্যাকব-৮। শনিবার রাতে সজীবের নিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
দুই কিশোর মাদক ব্যবসায়ীকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলা সদরের আনসার-ভিডিপি ব্যাংকসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর ১৯)। রোববার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply