নিজস্ব প্রতিবেদক ॥ ধান, নদী, খাল, এই তিনে বরিশাল, এই তিনে বরিশাল কেনোই বা থাকবে না? এরই মধ্যে বরিশালে বর্ষার শুরুতেই যেনো প্লাবনের মাত্রা ক্রমাগত বেশি। তারই ধারাবাহিকতায় বরিশাল এর বিভিন্ন জেলা উপজেলা পানিতে প্লাবিত হয়ে মানুষের লাখ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে। বিশেষ করে গ্রামে গঞ্জে দেখা যায় যেনো পানির মেলা, আর হাটে বাজারে কোমড় অবদি পানির গর্ভে। যেনো চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। তেমনি বরিশাল জেলার হিজলা উপজেলার মান্দ্রা তরকুশরিয়ার মোঃ ফিরোজ হোসেনের ১০ একর জমি নিয়ে মাছ চাষ করার বিশাল ফিসারিজ তলিয়ে যায়, এবং রুই,কাতলা, কালি বাউশ, তেলাপিয়া, স্বরপুটি, চিংড়ি মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ বানের জলের কারনে চলে যায়, বানের পানিতে ভেসে যাওয়ার কারনে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মোঃ ফিরোজ হোসেনের মাছের খামারে চাকরি করে অনেক দিনমজুরদের ভাগ্যের চাকা খুললেও এখন বিপাকে সবাই। এমতাবস্থায় মোঃ ফিরোজ হোসেনের মাথায় হাত, কতো সপ্ন আশা নিয়ে গড়াই ফিসারিজে মাছ চাষ করেছিলেন, কিন্তু সব এখন বিল ও নদীতে উন্মুক্ত।
Leave a Reply