পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মোঃ রফিকুল ইসলাম নয়ন(৪০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। শুক্রবার (৭ আগষ্ট) সকাল পৌণে ১০ টার দিকে উপজেলার রকেট ঘাটস্থ শাহীন হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যা দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল র্যাব এই তথ্য নিশ্চিত করে। আটক নয়ন রাজাপুর উপজেলার তারাবুনিয়া এলাকার খান মোতাহার হোসেনের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল পৌণে ১০ টার দিকে কাউখালী রকেট ঘাটস্থ শাহীন হোটেলের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের সময় আভিযান চালায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও করে মোঃ রফিকুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় বরিশাল র্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ আব্বাস আলী বাদী হয়ে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।”
Leave a Reply