ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সরকারি গোরস্থানটি জলাশয়ে পরিনত হয়েছে। দেখলে মনে হয় নদীর মাঝে ঠায় দাঁড়িয়ে আছে করবগুলি। অপরদিকে গোরস্থানের চার পাশে নেই সীমানা প্রাচীর। সেই সুযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এ গোরস্থানটির পূর্ব ও পশ্চিম পাশ দখল করে নিয়েছে স্থানীয় বসবাসকারীরা। গোরস্থানের দেখভালের দায়িত্বে থাকা মোঃ ছগির হোসেনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবা মুক্তিযোদ্ধা মরহুম মমিন উদ্দিন ও মরহুম মোসলেম আলী মোচন এবং মরহুম সেকেন্দর আলী আকনকে নিয়ে পিরোজপুর-২ আসনের সাংসদ আনোয়ার হোসেন মঞ্জুর সহায়তায় এটিকে সরকারি গোরস্থান হিসেবে নির্ধারন করা হয়।
একাধিকবার আওয়ামী লীগের পক্ষ থেকে উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে। তার পরেও গোরস্থানটির পরিছন্নতা পবিত্রতা রক্ষায় ব্যার্থ হয়েছি। তবে ময়লা আবর্জনা ও গবাদি পশু বিচারন কেন এর সদুত্তর দিতে পারেন নি তিনি। তবে সীমানা প্রাচীর ও গেট না থাকার কারণে এমনটি ঘটছে বলে দাবী তার। এদিকে পাশের আবাসনের যুক্তিযোদ্ধা মরহম আঃ হকের স্ত্রী শাহাবানু মৃত্যু বরণ করেন গত ৮ আগষ্ট। তার কবরের কাছে দাঁড়িয়ে ছেলে আলামিন বলেন, মাকে যেন পানিতে বাসিয়ে দিলাম। মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন ও তার স্ত্রীসহ প্রায় ৪০ টির মতো কবর রয়েছে এই গোরস্থানে। যাদের আপনজনের কবর রয়েছে তারা সকলে বিএসএল নিউজ এর মাধ্যমে প্রশাসনের কাছে গোরস্থানটির সীমানা নির্ধারনসহ প্রাচীর ও গেট নির্মান এবং মাটি ভরাট করে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। এ প্রসঙ্গে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বিএসএল নিউজকে বলেন, সকলের সহযোগিতা ছাড়া সীমানার খুটি ঠিক রাখা সম্ভব হচ্ছে না। তবে পরবর্তীতে পাকা প্রাচীর নির্মাণ করে এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Leave a Reply