দখিনের খবর ডেস্ক ॥ না ফেরার পথে পাড়ি জমালেন বরিশাল রিপোটার্স ইউনিটির সদস্য এ্যাড,মোঃ আব্দুল হাই নেগাবান পল্টু৷ আজ দুপুর ১১:৩০ মিনিটের সময় নগরীর নিজ বাসভবন আমানতগঞ্জে অসুস্থ হয়ে পরলে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন ( ইন্নালইল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। আজ বাদ মাগরিব বেলতলা মাহামুদিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে বরিশাল মুসলিম গোরোস্থানে চির নিদ্রায় সায়িত করা হবে এ্যাড,মোঃ আব্দুল হাই নেগাবান পল্টুকে ।
তার বয়স ছিলো ৫০ বছর। ব্যাক্তিগত জীবন সে চির কুমার ছিলেন। কর্মজীবনে তিনি বরিশালে আইনপেশায় ও বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক বরিশালের কাগজের স্টাফ রিপোর্টার ছিলেন। এ্যাড,মোঃ আব্দুল হাই নেগাবান পল্টু বরিশালে জেষ্ঠ্য আইনজীবী (জিপি) ও সাংবাদিক এ্যাড.ইসমাইল হোসেন নেগাবান মন্টুর ছোট ভাই। অপরদিকে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পরলে বরিশাল মিডিয়া সহ সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সকল অঙ্গনের মানুষ ছুটে আসেন তার নিজ বাস ভবন আমানতগঞ্জের নেগাবান নিবসে। তার মৃত্যুতে বরিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ ও সাধারন সম্পাদক মিথুন সাহা সহ বরিশাল রিপোটার্স ইউনিটি পরিবার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে তার মৃত্যুতে বরিশাল রিপোটার্স ইউনিটি তিনদিনের শোক ঘোষনা করেছেন।
Leave a Reply