মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ বন্যার পানিতে ভেসে গেছে মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউপি পরিষদ’র চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম’র ৩টি ঘেরের সব মাছ। গত ১০/১২দিন পূর্বে মেহেন্দিগঞ্জে আকষ্মিক বন্যা দেখা দেয়। ওই বন্যায় তার ৩টি ঘেরের প্রায় ৩০লাখ টাকার মাছ ভেসে যায় বলে জানান শেখ শহীদুল ইসলাম। ওই ঘেরই ছিলো তার পরিবারের মূল উপার্জন’র মাধ্যমে। খামারটিতে তার পরিবারের সবাই শ্রম দিত। তবে, এবারের বন্যায় তার ঘেরের সব মাছ ভেসে যাওয়ায় অর্থ সংকটে পড়বেন তিনি।তিনি বলেন, ‘বন্যার পানিতে মাছ ভেসে যাওয়ার সময় আটকানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু, পানির এতটা স্রোত ছিল যে কিছুই রক্ষা করতে পারিনি। সব মাছ ভেসে গেছে। শুধু চেয়ে চেয়ে দেখেছি। বন্যার পানিতে ভেসে চলে গেল আমার লাখ লাখ টাকার সম্বল। তিনি আরো বলেন
বন্যায় আমাদের মতো প্রান্তিক মৎস্য চাষিরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। অথচ আমাদের ক্ষতিপূরণ দেওয়া হয় না। আমরা কীভাবে ঘুরে দাঁড়াব? আমাদেরও ক্ষতিপূরণ দেওয়া উচিত। উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, এবারের বন্যায় মেহেন্দিগঞ্জে মৎস্য খাতে ২৫/৩০কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। উপজেলা থেকে ক্ষতিগ্রস্ত সকল মাছ চাষিদের তালিকা সংগ্রহ করে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবী।
Leave a Reply