ঝালকাঠী ব্যুরো ॥ ঝালকাঠি বাসন্ডা ইউনিয়নের আগরবাড়ি এলাকার লিজা আক্তার নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে লাশটি নিজ ঘরের আড়ার সাথে দেখতে পায় স্বজনেরা। পুলিশ খবর পেয়ে শুক্রবার বেলা ১২টার দিকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় ইউডি মামলা হয়েছে। নিহত লিজা আক্তার (১০) বাসন্ডা ইউনিয়নের আগরবাড়ি গ্রামের জাহাঙ্গীর মৃধার মেয়ে ও আগরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। এদিকে লিজার মৃত্যু রহস্যজনক বলে পুলিশ ধারণা করছে। ঝালকাঠি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোযার সাংবাদিকদের জানান- রাতে বাড়ির পাশের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে তার মায়ের সাথে কাজ করতে গিয়েছিল লিজা। সেখান থেকে রাতে একাই বাড়ি ফেরে। সে সময়ে বাড়িতে তার বাক প্রতিবন্ধী বড় বোন নাছরিন ছিল। রাতে কোনো এক সময় বাক প্রতিবন্ধী বোন লিজাকে ঘরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে হাউমাউ করতে থাকে। এ সময় বাড়ির পাশের লোকজন এসে লিজার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। নিহতের মা সেলিনা বেগম বলেন- রাতেই খবর পেয়ে বাড়িতে এসে আমি আমার মেয়েকে ঝুলন্ত দেখে প্রতিবেশীদের সহায়তায় সেখান থেকে সদর হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার বলে বাড়িতে নিয়ে যান। ও আর নেই। কিভাবে আমার মেয়ে মারা গেল তা আমি বুঝিনি। এভাবে আমার মেয়ে মারা যেতে পারে না বলেও জানান তিনি। এ ব্যাপারে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগে জানা যাচ্ছে না বলেও জানান তিনি।’
Leave a Reply