বিশ্বে বড় রকম সমস্যায় পড়েছে ‘জিমেইল’। পাঠানো যাচ্ছে না মেইল, অ্যাটাচ করা সম্ভব হচ্ছে না কোনো ফাইল। আজ বৃহস্পতিবার সকাল থেকে অনেক ব্যবহারকারী এ সমস্যায় পড়েছেন।
ব্যবহারকারীরা জি স্যুটের সবগুলো সেবাতেই সমস্যার কথা উল্লেখ করছেন। এমনকি সমস্যা হচ্ছে গুগল ড্রাইভ ব্যবহারেও। কেউ কেউ তাদের ড্রাইভে ফাইল আপলোড করতে পারলেও শেয়ার করতে পারছেন না।
‘গুগল অ্যাপস স্ট্যাটাস পেইজে’ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে গুগল। বলা হয়েছে, ‘আমরা জিমেইলের সঙ্গে জড়িত এক সমস্যা খতিয়ে দেখছি। আমরা শিগগিরই আরও তথ্য জানাব।’
ভারতীয় গণমাধ্যম জি নিউজ লিখেছে, সমস্যার সূত্রপাত গুগল সার্ভারের বিভ্রাট থেকে। প্রায় ৬২ শতাংশ অভিযোগকারীই বলেছেন, তারা জিমেইলে মেইল পাঠাতে পারছেন না। জিমেইলের এ সমস্যার কারণে ব্যবহারকারী বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।
Leave a Reply