ভান্ডারিয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের ভা-ারিয়ায় গত কয়েক দিনের টানা বর্ষণ এবং জোয়ারের পানিতে পিরোজপুরের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার পরিবার পানি বন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।ভা-ারিয়া উপজেলা সদরসহ নদমূলা, চরখালী, দারুলহুদা, মাদার্শী, ইকড়ি, সিংহখালী, আতরখালী, পূর্ব পশারীবুনিয়া, তেলিখালি, হরিণপালা, উত্তর ভিটাবাড়িয়াসহ বিভিন্ন এলাকার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। রান্না ঘরে পানি প্রবেশ করায় এসব এলাকার কয়েকশ মানুষের রান্না বান্ন বন্ধ হয়েছে।
দারুল হুদা গ্রামের মো. রুহুল আমিন, মঞ্জিল মোরশেদ, মো. মিরন তালুকদার, মাদারশি গ্রামের মো. সোহেল রানা জানান, স্থানীয় বাজারসহ কঁচানদী তীরবর্তী বাড়ি-ঘরের মেঝেতে পানি প্রবেশ করেছে। পানের বরজ, মাছের ঘের তলিয়ে গেছে। স্থানীয় কৃষক আবুবকর সিদ্দিক জানান, পানিতে প্লাবিত হয়ে আউশ ধানের ক্ষে ডুবে গিয়ে ফসল নেতিয়ে পড়েছে। বিভিন্ন সবজির খামার, পেঁপে ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার ফসল ব্যাপক ক্ষতির সম্মূখীন। ভা-ারিয়া পৌর শহরের শতাধিক বেশী পরিবার লঞ্চষ্টেশন জলমগ্ন হয়ে পড়েছে। ফলে পানিবন্দি হয়ে মানুষ হাটু পানিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন জমে থাকা পানিতে মশার মাছির উপদ্রপ বৃদ্ধি পেয়েছে। পানিবন্দী পরিবারগুলো চরম দুর্ভোগে রয়েছে।
Leave a Reply