বরগুনা প্রতিনিধি ॥ বরগুনায় ২৪ ঘণ্টায় ৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮৪১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ১৮জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন। ফলে জেলায় মোট সুস্থ হয়েছে ৬৪৯ জন। চিকিৎসাধিন রয়েছেন ১৭৪ জন। শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বিভাগের জেলা স্বাস্থ্য তত্ত্ববধায়ক খান ছালামতউল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি। এ উপজেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা ৪৮০ জন। বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ৮ জনের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬জন, পাথরঘাটা এবং বেতাগীতে ১জন করে রয়েছেন। জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
Leave a Reply