দখিনের খবর ডেস্ক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলা’সহ স্বর্নের চেইন লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন ৩ জন । উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে গত ২১শে আগস্ট শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ইব্রাহীম ফকির বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করলে পুলিশ ২জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে মোঃ রুহুল তাং ও আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোঃ ইব্রাহীম ফকিরের মধ্যে মাছের আড়ৎ নিয়ে বিরোধ চলে আসছিল।উক্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ রুহুল তাং বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি প্রদর্শন কর আসছে। ২১শে আগস্ট ঘটনার দিন সকালে রুহুল তালুকদারের ছেলে মোঃ সোহেল তাং এর পালিত ছাগল ইব্রাহীম ফকিরের বসত ঘরের সামনে আসলে তার ছেলে তিন বছরের শিশু ইসা তাড়িয়ে দেয় । এতে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিত জনতা বদ্ধে রড,লাঠি সহ প্রাননাশক অস্ত্রে সাজ্জিত হয়ে মোঃ রুহুল তাং, রুবেল তাং মোঃ সোহেল তাং মোঃ জুয়েল তাং ইব্রাহীম ফকিরের উপর অতর্কিত হামলা চালায় এতে মোঃ রুহুল আমিন ফকির সহ ৩জন গুত্বর আহত হন।আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস আই জাফর জানান, ২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের প্রতিক্রিয়া চলছে।
Leave a Reply