গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে এই অলৌকিক ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরকাঠী গ্রামে দেখা গেছে। স্থনীয় ইউপি সদস্য মো.ইলিয়াস হোসেন জানান,ঝালকাঠি সদর উপজেলাধী ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরকাঠী গ্রামের মো.মুজাফফর আলী হাওলাদার ২১ বছর পূর্বে মৃত্যু বরন করেন।
চরকাঠী গ্রামটি নদীগর্ভে বিলিন হওয়ার উপক্রম হলে উক্ত মুজাফফর আলী হাওলাদারের ওয়ারিশরা তার কবর স্থানান্তরের উদ্যোগ নেয়। মঙ্গলবার সকাল ১০টার সময় মুজাফফর আলী হাওলাদারের কবর স্থানান্তরের জন্য কবর খুড়লে তাতে দেখা যায় মৃত ব্যক্তির কাপড় যেমন ছিলো সেরকম আছে। এমনকি মৃত্যু দেহ অক্ষত আছে শুধু চামড়াগুলো হারের সাথে মিশে গেছে। অপরদিকে স্বজনরা জানায়, নিহতের ছেলে প্রবাসী মো.সাইদুল ইসলাম বাদল স্বপ্নে দেখেছে। তার বাবাকে তার মায়ের পাশে কবর দেওয়ার জন্য। তাই তার বড় ভাই ও এলাকার প্রতিবেশীরা কবর খুড়ে তার বাবার লাশ তুলে গাফখান নিজ বাড়িতে নিয়ে আসা হলে দেখতে পায় এই অলৌকিক ঘটনা। এ ঘটনার খবর সাথে সাথে জেলার বিভিন্ন স্থানে পৌঁছে যায়। উচ্ছুখ জনতার ভিড়ে হিমসিম খেতে হচ্ছে প্রশাসনকে।
Leave a Reply