জামাল হোসেন, রাজাপুর ॥ এলাকার মানুষের কাছে আ: রব হাওলাদার মানব সেবায় অনন্য এক নাম। মানব সেবার শুরুটা হয়েছিল তার পরিবার থেকেই। জীবিকা নির্বাহের জন্য কোনো কাজই ছোট মনে করেননি। বিদেশে মাথার গাম পায়ে ফেলে আর্থিক সাফল্যের দেখা পান তিনি। বিলাসিতায় নয়, জীবনের অর্জিত সব সম্পদ দিয়ে গ্রামের মানুষের সেবাই তার একমাত্র লক্ষ ও স্বপ্ন।এছাড়া গ্রামের মানুষের চলাচলের সুবিদার্থে রাস্তা সংস্কার,শিক্ষার্থীদের সুবিদার্থে পাঠ্যবই,শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র,চিকিৎসার জন্য অকাতরে দান করেছেন তিনি।আ:রব হাওলাদার ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৬ নং মঠবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান,সমাজ সেবক ও ত্যাগী আওয়ামাীলীগ নেতা।তিনি বাংলাদেশ আওয়ামীলীগ রাজাপুর উপজেলা শাখার সদস্য,আওয়ামী যুবলীগ রাজাপুর উপজেলা শাখার সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ঝালকাঠি জেলা শাখার সভাপতি।
মানব সেবায় নিজেকে উজার করে দিতে খুব বড় কিছু হতে হয়না শুধু ইচ্ছা শক্তি আর দৃঢ় মনোবল থাকলেই তা সম্ভব এর উদাহরন তিনি।নিজ অর্থায়নে শিক্ষার্থীদের দূর্ভোগ লাগবে স্কুলের সামনে খালের উপরে ব্রীজ নির্মান,পথচারিদের সুবিদার্থে কাঁচা রাস্তা সংস্কার,মাদ্রসায় আসবাব প্রদান,অসহায় শিক্ষার্থীরদের আর্থিক সহয়তা প্রদান,শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক প্রদান,খাবার না থাকা মানুষের ঘরে খাবার পৌছে দেয়া,ঘর সংস্কারের জন্য নগত অর্থ ও ঢেউটিন প্রদান সহ অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য অর্থ সহয়তা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।তাছাড়াও গরীব ও অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য অর্থ প্রদান করে আ: রব হাওলাদার অসহায় মানুষের মনে স্থান করে নিয়েছে।তাই গ্রামের মানুষের অন্তরস্থলের ভালোবাসার আরেক নাম আব্দুল রব।
ডহর শংকড় এলাকার দুলাল হাওলাদার বলেন,আমরা অসহায় ও খুবই গরীব।একদিন হঠাৎ আমার ছেলে শাকিল অসুস্থ হয়ে পড়ে। আমাদের কাছে টাকা না থাকার কারনে কি করব বুজতে পারছিলাম না ঠিক সেই সময়ে আ:রব হাওলাদার শুনতে পেয়ে আমাকে নগত টাকা পাঠিয়ে দেয়।আমি সেই টাকা দিয়ে আমার ছেলের চিকিৎসা করাই।
একই এলাকার ৭০ বছরের বৃদ্ধা আম্বিয়া খাতুন বলেন আমরা তার কাছে কিছু চাইলে তিনি তার লোক দিয়ে সেটা আমাদের কাছে পাঠিয়ে দেয়।আমরা চাই তিনি আমাদের মাঝে জনপ্রতিনিধি হয়ে আসুক।
বাদুরতলা দাখিল মাদ্রাসার একজন চতুর্থ শ্রেনীর কর্মচারী বলেন আমাদের মাদ্রাসার সব আসবাবপত্র নষ্ট হয়ে গেছিলো ঠিক সেই সময়ে আ:রব হাওলাদার আমাদের মাদ্রাসার আসবাব পত্র কিনে দিয়েছেন।সে এলাকার সকলের খোঁজ খবর নেন এবং সহযোগিতা করে থাকেন।এছাড়াও অসৎখ্য মানুষের কাছে তার গুনগান রয়েছে।
আ: রব হাওলাদার বলেন,আমি সৌদি আরবে আমার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে সেই অর্থ আমার ইউনিয়নের জনগনের পিছনে দীর্ঘদিন ধরে ব্যয় করে আসতেছি।তাদের বিপদে আপদে সব সময় আমি ঝাপিয়ে পরি। মানব সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে তাদের সুখ দুখের সাথী হওয়াই আমার স্বপ্ন।আমি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা করেছি এবং আগামী নির্বাচনেও রাজাপুর উপজেলার ৬ নং মঠবাড়ি ইউনিয়নের সাধারণ জনগন আমায় চাইলে চেয়ারম্যান পদে নির্বাচন করবো।
Leave a Reply