বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় ঐতিহ্যবাহী দক্ষিন নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮৩তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম। এছাড়াও অতিথি ছিলেন বাইশারী সৈয়দ বজলুল হক বিশ^বিদ্যালয় কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক আলহাজ¦ আ. কাইয়ুম, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, কেএম শফিকুল আলম জুয়েল, সুজন মোল্লা, ইলিয়াস শেখ ও রেজাউল ইসলাম বেল্লাল, সাধারণ সম্পাদক কাওসার হোসেন, যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও শফিক শাহিন, সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসী, কোষাধ্যক্ষ প্রভাষক মামুন আহমেদ, নির্বাহী সদস্য সুমন খান, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান পারভেজ, পৌর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রিপন বনিক, পৌর সভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আ. আজিজ বেপারী, উপজেলা যুবলীগের সভাপতি মহসিন রেজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার, যুবলীগ নেতা শেখ মহিম ও ইয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, ঐতিহ্যবাহী দক্ষিন নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন, জম্বদ্বীপ বাড়ৈপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, আজালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জাহিদ হোসেন ফারুক প্রমূখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে ২০১৭ সালে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ সহ উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জণকারী বিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা জান্নাতকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক বিদ্যালয়ের একতলা ভবনকে দ্বিতল ভবনে রূপান্তর ও প্রাচীর নির্মাণ সহ সার্বিক উন্নয়নের ঘোষণা দেন।
Leave a Reply