পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরে কুয়াকাটা থেকে আসা বিআরটিসি বাস থেকে ২ লাখ চিংড়ির রেনু পোনা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এ সময় রেনুর পোনার মালিক টের পেয়ে পালিয়ে যায়। শনিবার দুপুর আড়াইটার দিকে পিরোজপুর সিও অফিস মোড়ে বিআরটিসি বাসে অভিযান চালিয়ে এসব চিংড়ি উদ্ধার করা হয়। জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এএসআই সোহাগ রানা, এএসআই তুষার সংগীয় ফোর্স নিয়ে পিরোজপুর সিও অফিস মোড়ে বিআরটিসি বাসে অভিযান চালিয়ে ২ লাখ চিংড়ির রেনু পোনা উদ্ধার করে। এ সময় রেনুর পোনার মালিক টের পেয়ে পালিয়ে যায়। পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে জানান, চিংড়ি পোনা বিআরটিসি বাসযোগে পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় ২ লাখ চিংড়ি রেনু জব্দ করা হয়। উদ্ধার করা রেনু মৎস কর্মকর্তা শামীম আহমেদের উপস্থিতিতে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়।”
Leave a Reply