গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ॥ ঝালকাঠির রাজাপুরে ব্যক্তি উদ্যোগে ডহশংকর মানকিসুন্দর নাপিতের হাটে যাতায়াতের সড়কটি নদীতে ভেঙ্গে যাওয়ায় এলাকা-বাসীর দাবিতে নিজ অর্থায়নে বেকু মেশিন দিয়ে নগদ টাকায় মাটি ক্রয়করে ভেড়িবাধের সড়কটি তৈরি করে দিলেন তারেক মেম্বার।
এতে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম তারেক নিজ অর্থায়নে উপজেলার মানকিসুন্দর নাপিতেরহাট বিষখালি নদীতে ভেঙে যাওয়া ভেড়ি-বাধের এলাকার সড়কটি নতুন করে তৈরির কাজ শুরু করেছেন। তারেক মেম্বর নিজে উপস্থিত থেকে বেকু মেশিন দিয়ে মাটি কেটে কাজের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল মৃধা, যুবলীগ নেতা নান্নু হাওলাদার,যুবলীগ নেতা নান্না তালুকদার,ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিম হোসেন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. পলাশ হাওলাদার, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি লোকমান খলিফা, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো.দেলোয়ার হোসেন, ইউপি সদস্য গোলাম কবির,সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,সাবেক মেম্বর মো.মনির হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো.রুস্তুম আলীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, নদীতে ভেঙে যাওয়া ও বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক একেবারেই পানির নীচে ডুকে ছিলও। তাই যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন সড়কটি নতুন হওয়ায় এখন স্বাভাবিকভাবে চলাচল করা যাবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। এমন মহতী উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।
৬নং মঠবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক জানান, মানকিসুন্দরের মানুষ নাপিতেরহাট যাতায়াতের সড়কটি নদীতে ভেঙে যায় এলাকার মানুষের চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে নতুন করে নিজ অর্থায়নে মাটি ক্রয় করে সড়টি তৈরি করে দিচ্ছি।
এছাড়া সাবেক সফল খাদ্য ও শিল্পমন্ত্রী ১৪ দলের সন্বয়ক আলহাজ¦ আমির হোসেন আমু এমপি মহোদয়ের নির্দেশক্রমে করোনাকালে মঠবাড়ি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খাদ্য সরবরাহ ও বিভিন্ন এলাকার সড়ক-সাকো সংস্কার করেছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
Leave a Reply