ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি জেলার সদর উপজেলার কাচাবালিয়া ইউনিয়নের কাচা বালিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য টিপু সুলতান ওরফে তুহিনকে ফাঁসাতে এক অচিন নারীকে দিয়ে বরিশাল আদালতে একটি নাটকিয় মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং সিআর ৬০/ কাউনিয়া। মামলায় উল্লেখ করা হয় সাবেক ওই ইউপি সদস্য ঘরে বারান্দা দেয়ার কথা বলে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে। আসলে তিনি তার পিতার উঠানো পাকা ঘরেই বসবাস করেন। গত জুলাই মাসে যৌতুকের অভিযোগ এনে এই মামলাটি দায়ের করেন রোকসানা বেগম নামের এক অজ্ঞাত নারী। মামলার নথির সাথে একটি ভূয়া কাবিনের কাগজ জমা দেয়া হয়েছে। ২০১৯ সালের এপ্রিল মাসে চট্টগ্রাম পাহাড়তলী কাজি অফিসে তাদের বিবাহ হয়। সাবেক ইউপি সদস্য তুহিনের বাড়ি ঝালকাঠিতে আর কাবিন হলো চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় এটি নিয়ে নানা প্রশ্নের জম্ম দিয়েছে।
জানা গেছে সাবেক ওই ইউপি সদস্য পারিবারিক ভাবে বিয়ে করে। মামলা দায়েরের পরে আরো ২ টি ধার্য্য তারিখ অতিবাহিত হলেও মামলার বাদীনিকে দেখা যায় নাই বলে জানান মামলার বাদিনীর পক্ষের আইনজীবি। মামলায় যাদের স্বাক্ষী রাখা হয়েছে তাদের ঠিকানায় গিয়েও কোন সন্ধান পাওয়া যায়নি। ইউপি সদস্য টিপু সুলতান ওরফে তুহিন জানান, আমি জীবনে কোন দিন চট্টগ্রামে যায়নি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে ঘায়েল করতেই এই মামলার সৃষ্টি। তিনি আদালতের কাছে মামলাটি আরো গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানান। স্থানীয়রা জানান, তুহিন মেম্বারের জনপ্রিয়তা দেখে এমন কর্মকান্ড ঘটিয়েছে। এলাকাবাসী এমন জঘন্য কাজের সাথে জরিতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন।
Leave a Reply